ফ্রী Blog বা Website কিভাবে বানাবো?

যদি আপনি ইন্টারনেট থেকে পয়সা রোজগার করার ব্যাপারে শুনে থাকেন বা জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে আপনি একটি Blog বা Website এর মাধ্যমে খুব সহজেই ঘরে বসে পয়সা রোজগার করতে পারবেন। আজকের সময় সবথেকে ভালো আবিষ্কার হলো internet Online world এর সব থেকে ভালো popular জিনিস হল Website এবং Blog. আপনি কোন জিনিস সম্বন্ধে জানতে চান কিংবা কোন problem এর solution চান তাহলে আপনি Google এ search করে জেনে নিতে পারবেন। ওখানে আপনি অনেক solution পেয়ে যাবেন। এক কথায় আপনি বলতে পারেন  Internet থেকে বড় knowledge source আর কোথাও নেই

কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন কি Google এ search করার পর যে তথ্য গুলো আমরা দেখতে পাই ওগুলো কোথা থেকে আসে? Google কি নিজে তথ্য গুলো লিখে। না এই সমস্ত তথ্য কোন না কোন website বা blog দেয়। Google এর শুধু কাজ হল এই website বা blog এর link গুলোকে database এর মধ্যে store করে রাখা আর search result এ দেখানো।


ফ্রী Blog বা Website কিভাবে বানাবো?






Website কি?

Website কিভাবে বানাবো এই সম্বন্ধে জানবার আগে আমাদের এটি জেনে রাখা অবশ্যই দরকার Website কি? একটি website আর একটি blog এর মধ্যে কি পার্থক্য? যখন আমরা একটি website এর সম্বন্ধে বলি তখন আমাদের মনে একটি company এর সম্বন্ধে ধারণা আছে যার শুধু একটি কাজ  থাকে

Facebook একটি company. World এর সব থেকে বড় Social Networking Website. এর কাজ হলো এর মাধ্যমে আপনি আপনার বন্ধুদের পরিবারের সাথে online chat করতে পারবেন। আর আপনার photos এবং videos share করতে পারবেন। ঠিক এরকমই Google একটি website যার মাধ্যমে মানুষ কোন কিছু search করলে তার ফলাফল দেখায়।





Free Website কিভাবে বানাবো?


একটি Website বানানোর জন্য অনেক কিছু জিনিসের প্রয়োজন হয় আর সবার প্রথমে টাকার প্রয়োজন এরপর hosting আর সব শেষে web rogramming যেমন HTML, CSS, Javascript, php .net ইত্যাদির জ্ঞান থাকা প্রয়োজন যদি আপনার কাছে টাকা আছে তাহলে আপনি একজন web developer কে দিয়ে এই কাজটি করিয়ে নিতে পারবেন আপনার প্রয়োজন মত উনি আপনার website design করে দেবেন কিন্তু এর জন্য আপনাকে অনেক টাকা invest করতে হবে

যদি আপনি জানতে চান আপনার নামের website কিভাবে বানাবেন তাহলে আপনি এটি সহজেই বানাতে পারবেন এমন অনেক website আছে যারা online platform প্রদান করে যার সাহায্যে আপনি কোন coding ছাড়াই অতি সহজে আপনার website বানাতে পারবেন

আমি নিচে কিছু website এর নাম দিয়েছি যেখানে register করে তাদের website builder ব্যবহার করে আপনার website বানাতে পারবেন





Blog কি?

Blog এর concept website এর থেকে অনেক আলাদা Blog একটি knowledge এর মাধ্যম ধরে নিন আপনার একটি company আছে যেখানে আপনি কিছু products বানান এবং আপনি এর জন্য একটি website ও বানিয়েছেন আপনার products গুলো কে বাইরের জগতে promote করার জন্য blog অনেক সাহায্য করে

এই products এর details আপনি blog এর মাধ্যমে share করতে পারবেন এই জন্য Blogging এতটা জনপ্রিয় যখন আপনি কোন জিনিসের তথ্যের জন্য Google এ search করেন তখন বেশিরভাগ results blog এর দেখা যায় তাহলে আপনি Blog এর সাধারণ তথ্য বুঝতে পেরেছেন Blog কি?





ফ্রী Blog কিভাবে বানাবো?

ফ্রী Blog যেখানে  আপনাকে এক পয়সাও খরচ করতে হবে না যদি আপনি Blogging শিখতে চান তাহলে আপনাকে ফ্রিতে blogging শুরু করা উচিত যখন আপনি এটিকে ভালো হবে বুঝতে পারবেন এটি কিভাবে কাজ করে তখন আপনি invest করতে পারেন

ফ্রী blog বানানোর জন্য 2 টি popular platform আছে Blogger আর Wordpress. আজকের এই article টিতে আমরা শিখব ফ্রী blog কিভাবে বানাবো?




Blogger এ ফ্রী blog কিভাবে বানাবো?

Blogger অর্থাৎ Blogspot Google এর ফ্রী product. তাই ঐখানে অ্যাকাউন্ট বাড়ানোর কোন প্রয়োজন নেই যদি আপনার একটি G-mail account থাকে তাহলে আপনি ওই G-mail i’d এর সাহায্যে access করতে পারবেন তো চলুন জেনে নিই ফ্রি blog কিভাবে বানাবো?


  • আপনি computer এ যেকোনো web browser খুলুন আর www.blogger.com website টিতে যান
  • এখানে আপনি G-mail i’d আর password দিয়ে login করুন। যদি আপনি Google এ প্রথম থেকে login করে থাকেন তাহলে আপনাকে login করার জন্য বলবেনা
  • Login করার পর left side এ "New Blog" নামে একটি option দেখতে পাবেন ওইখানে click করুন
ফ্রী Blog বা Website কিভাবে বানাবো?

  • আপনার browser এ একটি নতুন popup window খুলবে যেখানে আপনাকে আপনার নতুন blog এর details দিতে হবে
ফ্রী Blog বা Website কিভাবে বানাবো?



    Title: এইখানে আপনার Blog এর নামটি লিখতে হবে

    Address: এইখানে আপনাকে একটি unique name দিতে হবে যেটি আগে কেউ ব্যবহার করেনি যদি আপনার নামটি unique হয় তাহলে ওখানে দেখাবে “This blog address is available”

    Template: এটি আপনার Blog এর design অর্থাৎ আপনার Blog টি কেমন দেখাবে আপনি এটিকে পরেও change করতে পারেন


    সব fill up করার পর create blog option টিতে click করুন

    এরপর আপনার Blog টি সম্পূর্ণভাবে ready হয়ে গেছে Address field আপনি যে নামটি দিয়েছিলেন ওটি আপনার blog এর address যেমন latestgrouplinklist.blogspot.com সবসময় একটি sub-domain এর সঙ্গে থাকে আর এটি হল .blogspot.com দেখুন blog বানানো খুবই সহজ






    Conclusion:

    আশা করছি আজকের এই article টি Blog কিভাবে বানাবো বা Website কিভাবে বানাবো আপনারা ভালো হবে বুঝতে পেরেছেন। এটি খুবই সহজ শুধুমাত্র আপনাদেরকে কিছু সাধারণ steps follow করতে হবে যদি আপনাদের এই সম্বন্ধে কোন তথ্য চাই তাহলে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যতটা সম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করব যদি আপনাদের এই আজকের এই article টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব এবং আপনার প্রিয়জনদের সাথে share করুন আর আপনার Social Media Platform এ share করতে ভুলবেন না এতে অন্য কেউ Blog বানাতে চাইলে তার উপকার হবে
    Tags